টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে মোটরসাইকেলসহ বসতঘর পুড়ে গেছে।এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের নুরু মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মির্জাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে,ঘরে তালা দিয়ে নুরু মিয়ার পরিবার ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান।শনিবার রাত দেড়টার দিকে হঠাৎ নুরু মিয়ার ঘরে আগুনের সূত্রপাত হয়।এ ঘটনা আশপাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগেই ঘরে থাকা একটি মোটরসাইকেলসহ প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন দৈনিক কালজয়ীকে বলেন,স্টেশনের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।তবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে তিনি জানান।