টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী যমুনা নদীতে উৎসব মুখর পরিবেশে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয়েছে।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এর উদ্যোগে এ নৌকা বাইচ এর আয়োজন করা হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে উপজেলার যমুনা তীরবর্তী গোবিন্দাসী, কুকাদাইর ও খানুরবাড়ি এলাকায়।দূর দূরান্ত থেকে শুরু করে আশেপাশের এলাকা থেকে নারী পুরুষ সহ সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন।
বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে অংশ নেন নৌকা প্রতিযোগীরা। বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে যমুনার তীর।ছোট-বড় হাজার হাজার নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা।পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
নৌকা বাইচ প্রতিযোগিতায় “ক” ও “খ” দুটি গ্রুপে ২২ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।নৌকা বাইচের অনুষ্ঠানটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নুর মিনি,জেলা বাস মিনিবাস সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব,উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।