কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্পকর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ গরু বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে এবং মেরিন ফিসারিজ অফিসার মাহামুদুল হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহাজ¦ বজলুল হক হারুন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বরিশাল বিভাগীয় উপচরিচালক মৎস্য অদিদপ্তর মো ঃআনিচুর রহমান তালুকদার, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প মৎস্য অদিদপ্তর গোপালগঞ্জ এস এম আশিকুর রহমান ,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিশনার ভুমি অনুজা মন্ডল,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১৫ জন জেলের মাঝে ১৫ টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবেও বলে জানান তিনি। অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদেরকে ১টি করে গরু দেয়া হয়।