ঝালকাঠির কাঠালিয়ায় কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে ফেরির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।সোমবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও সামাজিক সংগঠনসহ স্থানীয় লোকজন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন,জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন,ইউপি সদস্য সৈয়দ কাইয়ুম,এইচ এম নাসির উদ্দিন আকাশ, আওয়ামী লীগ নেতা মোঃ চঞ্চল খান প্রমুখ।
খুলনা-ভান্ডারিয়া-কচুয়া-বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিষখালী নদীর কচুয়া-বেতাগী স্থানে ফেরি না থাকার কারণে যশোর,সাতক্ষিরা,খুলনা,বাগেরহাট,পিরোজপুর,ঝালকাঠি,বরগুনা ও পটুয়াখালীসহ ১০টি জেলার লোকজনকে প্রায় দুইশত কিলোমিটার ঘুরে বরিশাল হয়ে যেতে হচ্ছে।মানববন্ধনে বক্তারা কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে দ্রুত ফেরির ব্যবস্থা করার জোর দাবি জানান।