“জয় বাংলাকে” বাংলাদেশের জাতীয় শ্লোগান হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল করে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার। গতকাল ২৮ ফেব্রুয়ারি সকালে কলেজ কমপ্লেক্স থেকে এ আনন্দ মিছিল ও র্যালী বের করা হয়। এসময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উক্ত আনন্দ মিছিল ও র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আলোর ফেরীআলা, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী উপস্থিত থেকে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন,সহকারী অধ্যাপক মানস কুমার রায়, প্রভাষক নেছার আহম্মেদ, প্রভাষক বশির আহম্মেদ ভূইয়া, প্রভাষক শহিদুল ইসলাম, হুমায়ন কবির, প্রভাষক লিপি সরকার, শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে “জয় বাংলা”কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে “জয় বাংলা” স্লোগান ব্যবহার করতে হবে।