জামালপুর জেলার সরিষাবাড়ী তারাকান্দিতে নির্মিত দেশের বৃহত্তম যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২ বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসিল ও নীতিমালা ঘোষণা করা হয়েছে। গতকাল (৬ মার্চ) রবিবার জেএফসিএল এমপ্লয়ীজ ক্লাবে জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন পরিচালনা সাব-কমিটি-২০২২ এর চেয়ারম্যান কোহিনুর রহমান স্বাক্ষরিত নির্বাচনী তফসীল ও নীতিমালা ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা সাব কমিটি সূত্রে জানা যায়, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী ৭ মার্চ,খসড়া ভোটার তালিকায় ভূল সংশোধন ৮ মার্চ,চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৯ মার্চ,মনোনয়নপত্র বিক্রয়-১০ মার্চ,মনোনয়নপত্র গ্রহণ-১৩ মার্চ,মনোনয়নপত্র বাছাই ১৩ মার্চ,মনোনয়ন পত্র প্রত্যাহার ১৬ মার্চ,চুড়ান্ত প্রাথীদের নামের তালিকা প্রকাশ সহ প্রতিক বন্টন ও প্রতিক সহ নামের তালিকা প্রকাশ ১৮ মার্চ দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এ দিকে ২৪ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল-৪ ঘটিকা পর্যন্ত জেএফসিএল এমপ্লয়ীজ ক্লাবে ভোট গ্রহণ শুরু হবে। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষনা নির্ধারিত করেন জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন পরিচালনা সাব-কমিটি।
উল্লিখিত শ্রমিক-কর্মচারী নির্বাচন পরিচালনা সাব-কমিটিতে চেয়ারম্যান হিসেবে কোহিনুর রহমান,সদস্য হাবিবুল্লাহ,আব্দুল মান্নান,এম এন আলম,আব্দুল করিম,কম্পিউটার অপারেটর হিসেবে মোহাম্মদ আল আমিন,অফিস সহায়ক হিসেবে আলতাফ হোসেন কে দায়িত্ব প্রদান করেন জেএফসিএল কর্তৃপক্ষ।