সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশ দেখে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সকালে কুশিয়ার নদীতে বাগময়না এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এছাড়া গত দুই দিন ধরে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছিলেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত বুধবার রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর পাড়ে পুরাতন লঞ্চঘাটে বসে জুয়া খেলছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে দু’জন সাঁতার দিয়ে পাড়ে উঠেন ও একজনকে নদী থেকে উদ্ধার করা হলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) নিখোঁজ হন। শুক্রবার সকালে তাঁর ভাসমান লাশটি উদ্ধার করা হয়।