1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জুনায়েদ বাবুনগরীর জানাযায় হাজার হাজার মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুনায়েদ বাবুনগরীর জানাযায় হাজার হাজার মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন

তানভির আহমেদ:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৬৩ বার পড়েছে
জুনায়েদ বাবুনগরীর জানাজা মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন
জুনায়েদ বাবুনগরীর জানাজা মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন

দেশ-বিদেশের বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও দেশ বরেণ্য আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা গত রাত ১১.২০ মিনিটে সম্পন্ন হয়েছে ।

বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার – হাজার মুসল্লীর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত জানাজার নামাজের ইমামতি করেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা ও হেফাজত নেতা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী । জানাজায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেম ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ হাটহাজারী আসনের সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

জানাজার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন জুনায়েদ বাবুনগরীর পুত্র ও হাটহাজারী আসনের সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ । জানাজায় উপস্থিত জনতার ঢল হাটহাজারী মাদ্রাসার মাঠ প্রাঙ্গন ছাড়িয়ে হাটহাজারী বাস স্ট্যান্ড ও তৎসংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে ।

এ সময় অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন । বাবুনগরীর জানাজায় অংশ নিতে সুদূর কক্সবাজার থেকে আগত ষাটোর্ধ্ব আব্দুল হালিম বলেন, ” চরম ও দুর্বিষহ নির্যাতন সহ্য করেও আল্লামা জুনায়েদ বাবুনগরী ঈমান ও আকিদার ব্যাপারে আপোষহীন ছিলেন । তার এই ত্যাগ বাংলাদেশের মুসলিম উম্মাহর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ” ।

জানাযার সময়সূচি নির্ধারণ হওয়ার পর থেকেই বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার, চকরিয়া, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা , বাঁশখালী, কর্ণফুলী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি , কাপ্তাই , রাঙ্গামাটি, খাগড়াছড়ি , ফেনী, কুমিল্লা , ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল শুরু হয় হাটহাজারি মাদরাসা অভিমুখী ।

উল্লেখ্য , আল্লামা জুনায়েদ বাবুনগরী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে গতকাল দুপুর ১২.৪০ মিনিটে ইন্তেকাল করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD