1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জামায়াতের সাথে সম্পর্ক রাখা যাবে না চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে-এমপি বাহার
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামায়াতের সাথে সম্পর্ক রাখা যাবে না চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে-এমপি বাহার

নেকবর হোসেন:
  • প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ বার পড়েছে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর। আওয়ামী লীগ শেখ হাসিনার। আমরা দলের দারোয়ান। যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তারা দলের কাছে চায়না, দলকে দেয়। ২৩ বছর দলে আমার নাম লেখা হয়নি। আওয়ামী লীগ ছেড়ে যাইনি। কুমিল্লায় ৫০ বছর ধরে সততার সাথে রাজনীতি করেছি। মানুষের হক নষ্ট করিনি। আজকে দলে নবাগত অনেকে আমার সাথে আছেন। তাঁদের সাথে রাখলেও দলের ত্যাগী কর্মীদের আমি ভুলি নাই। যেখানেই সুযোগ হয়েছে তাদের নাম লিখে দিয়েছি। ইউপি নির্বাচনে কেউ পাশ করেছে আবার কেউ ফেল করেছে। এই পাস-ফেল দুইটির অংশীদার আমি। কারণ যারা পাশ -ফেল যাঁরা করেছেন অধিকাংশ আমার দলের কর্মী। আমি সবাইকে নিয়ে রাজনীতি করব। পাস করে কেউ রাজ্য জয় করেছেন এমনটা ভাববেন না। মামলা -হামলা করে কাউকে হয়রানী করলে ছাড় পাবেনা। আমার কাছে খবর রয়েছে ইউপি নির্বাচনে অনেকে জামায়াতের ভোট নিয়েছেন। জামায়াতের সাথে কোন সম্পর্ক রাখা যাবেনা। যাদের জামায়াতের সাথে সম্পর্ক থাকবে , তাদের সাথে সাথে আমার সম্পর্ক থাকবে না। জামায়াতের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঘোষনা দিয়ে বলেছিলাম জামায়াতের ভোট লাগবে।

বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগের কার্যলয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফ্লোরে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদর উপজেলার ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি এসব কথা বলেন। এসময় নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ মেম্বারা উপস্থিত ছিলেন।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল। আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম, দুর্গাপুর উত্তর ইউপি মেম্বার আজাদ রহমান, পাঁচথুবী ইউপি মহিলা মেম্বার ইয়াছমিন আক্তার। এসময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহ্মুদ সহিদ,জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল। এসময় মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD