জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রবিরোধী পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমির সহ ১৪ জামায়াত নেতা কর্মীরকে আটক করে থানা পুলিশ।গতকাল ২০ অক্টোবর বুধবার বিকাল ৩ টার দিকে পৌর শহরের মালিবাগ এলাকার জামে মসজিদে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়।
সন্ধ্যায় জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ বকশীগঞ্জ থানায় স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে ১৪ নেতা কর্মীর আটকের বিষয়টি নিশ্চিত করেন।প্রেস ব্রিফিংয়ের সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ও বকশীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম সম্রাট উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন-জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী (৬০),উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বাট্টাজোড় এলাকার আদিল ইবনে আওয়াল (৫৩),জামায়াত কর্মী আইরমারী গ্রামের মাহাবুব জামি (৪৮), পৌর শহরের টিএনটি রোডের আবদুল আজিজ (৫১),সীমারপাড় গ্রামের মোহাম্মদ আলী (৬০),নয়াপাড়া গ্রামের সুলতান (৪৮),
উজান কলকীহারা গ্রামের আবদুল মালেক (৪৭),মালিরচর মৌলভীপাড়া গ্রামের রাসেল মাহমুদ (৪৫),ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কায়রা হাটি এলাকার খালেকুজ্জামান (২১),আনিছুজ্জামান (২২),ছ দাসপাড়া এলাকার নিয়ামত উল্লাহ (৩৪),পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের ইসমাইল হোসেন (৪২),ও নান্দাইল উপজেলার কাকচর গ্রামের আশরাফুল আলম (৩৫),মেলান্দহ উপজেলার তেঘরিয়া গ্রামের জুলফিকার আলী (৪৫)।
প্রেস বিফিংয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ আরো জানান,দেশের চলমান পরিস্থিতে উস্কানি দেওয়া ও সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে ও নাশকতামূলক পরিকল্পনা করার জন্য আটককৃতরা প্রথমে পৌর এলাকার নামাপাড়া গ্রামে অবস্থিত শহীদ তীতুঁমির আইডিয়াল একাডেমিতে নেতা কর্মীদের সাথে বৈঠক করেন।
পরে দুপুরে পৌর শহরে বিসমিল্লাহ্ হোটেলে দুপুরের খাবার খেয়ে মালিবাগ এলাকায় অবস্থিত মসজিদে তারা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ বৈঠক করার সময় তাদের আটক করে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান,তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে ।