1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জামালপুরের ইসলামপুরে ২ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালপুরের ইসলামপুরে ২ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা

মশিউর রহমান টুটুল :
  • প্রকাশিত: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৩৪ বার পড়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলা ও মেলান্দহের ডেফলা থেকে বেনুয়ার চর বাজারস্থ হইতে ইসলামপুর প্রধান সড়কে বেহাল দশা।গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার বেহাল দশা,রাস্তা খানাখন্দের ৮ ফিট থেকে১০ ফিট পর্যন্ত গর্তে পরিণত হয়েছে।

ভারী যান বাহনের চলাচল বন্ধ রয়েছে,ভ্যান,রিক্সা,অটোরিকশা,সিএনজি, এসব ছোট ছোট যানবাহন চলাচলের অনুপযোগীও হয়ে পড়েছে।রাতে আঁধারে,দিন দুপুরে যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।দূর্ঘটনা এড়াতে রাস্তার দূত সংস্করণের জন্য জনপ্রতিনিধি জেলা উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

যেসব এলাকায় ব্রীজের পাশে রাস্তায় বড় বড় গর্ত রাস্তা লন্ড ভন্ড রয়েছে,চরপুটিমারী বেনুয়ারচর বাজার থেকে ডেফলা প্রধান সড়ক ১২ কিলোমিটার চতলাপাড়া,চিনারচর,সাজেলেরচর,ডিগ্রিচর,অন্যদিকে কান্দারচর হয়ে পুড়ারচর ব্রীজ পর্যন্ত।অপরদিকে বেনুয়ার বাজার হইতে শ্রীবর্দী উপজেলার ঝগড়ারচর বাজার হয়ে পেঁচারচর মধ্যে দিয়ে চিনারচর বাজার পর্যন্ত রাস্তার দূত মেরেমতের প্রয়োজন হয়ে পড়েছে।

এলাবাসী জানান,প্রায় লক্ষাধিক মানুষের যানবাহনের চলাচলের পথ,চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।চরপুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সম্ভাব্য অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম জানান,ডিগ্রিচর সাজেলের চর চতলাপাড়া হয়ে চরগোয়ালিনীর হরিণধরা বাজার পর্যন্ত রাস্তা পরিদর্শন করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,উপজেলা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।পরে তারা রাস্তার জন্য কি পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে আমি জানিনা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জামান আব্দুন নাসের বাবুল জানান,রাস্তাটি পরিদর্শক গিয়েছিলাম সড়কটি ক্ষতবিক্ষত দেখেছি।সেটি দূত সংস্করণ কাজের জন্য উর্ধতন কর্মকর্তা নিকট জানানো হয়েছে।এ অর্থ বছরেই কাজ বাস্তবায়ন করা হবে।

ইসলামপুর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সাথে কথা বলে জানা যায় রাস্তার দৈর্ঘ-প্রস্থ মাপা হয়েছে।কাগজ পত্রাদি এলজিইডির উর্ধতন কর্মকর্তা নিকট পাঠানো হবে।অনুমোদন পেলে দূত সড়ক সংস্করণে কাজ করা হবে।তবে চলতি ২০২১ অর্থ বছরে কাজ শুরু করা যাবে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD