1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জাতীয় শোক দিবস উপলক্ষে আব্দুস শহিদ এমপির অনুদান
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে আব্দুস শহিদ এমপির অনুদান

তিমির বনিক :
  • প্রকাশিত: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার পড়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, খাদ্যদ্রব্য ও মাস্কসহ কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা’র উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৪আগষ্ট) সকালে মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির বাসভবনের সামনে থেকে এসব সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়।এসময় ১৬ প্রতিবন্ধিকে ১৬টি হুইল চেয়ার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগী সহ অন্যান্য রোগীদের জন্য ৬০ হাজার লিটার অক্সিজেন, ১শ’ লিটার দুধ, ১০০ পিছ আপেল, ২টি হুইল চেয়ার, ২শ’ টি উন্নত মানের মাস্ক, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে নগদ ৩০ হাজার টাকা, ৬০ লিটার দুধ, ১০০টি মাস্ক, ১০০ পিছ আপেল, জেমস ফিনলে মালিকানাধীন বালিশিরা হাসপাতালে ১০০লিটার দুধ, ১টি হুইল চেয়ার, ১০০টি মাস্ক বিতরণ করা হয়।

এদিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ লিটার অক্সিজেন, ১শ’ লিটার দুধ, ১শ’ পিছ আপেল, ২০০টি মাস্ক এবং ডানকান মালিকানাধীন ক্যামেলিয়া হাসপাতালে ১শ’ লিটার দুধ,১০০টি আপেল, ১শ টি মাস্ক বিতরণ করেন,এছাড়াও হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসব খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোহাম্মদ আব্দুস শহীদ এমপি।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, জেমস ফিনলের চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী, জিএম হেড অফ কমপ্লায়েন্স এসময় উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন এমদাদুল ইসলাম, বালিশিরা মেডিকেল ইনচার্জ ডা. নাদিরা খানম, যুগ্ন সম্পাদক এনামুল চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান নরেন্দ্র প্রসাদ বর্ধন, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণের গোয়ালা, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিভাগের সভাপতি এ কে. এমন নাজিব উল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD