বরগুনা মাইক্রোবাসের গতিরোধ করে তিন লক্ষাধিক টাকা ও স্বর্নালঙ্কার লুটের অভিযোগ এমন পাওয়া গেছে। এসময় তিনজনকে কুপিয়ে জখম করা হয়, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এঘটনায় অভিযুক্ত স্থানীয় এক ছাত্রলীগ নেতা। শনিবার (১৯ মার্চ) রাতে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না রুপনগর এলাকায় এঘটনা ঘটে। আহত’রা হলেন, একই এলাকার আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম কনু (৪৫) ও সাইদুল ইসলাম সোহেল (৩৫) এবং তাদের চাচাত ভাই জাহাঙ্গীর হোসেন (৪৫)। আহতদের পরিবার সূত্রে জানা যায়, সোহেল ঢাকায় চাকরি করে।
কয়েকদিন আগে স্বপরিবারে তিনি বরগুনায় আসেন৷ ২ দিন আগে তিনি তার স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে যান। সেখান থেকে গতকাল রাত ৮ টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় তাদের গাড়ীতে লুটপাট চালায় একই এলাকার রুস্তম ঘরামী ও তার ছেলে ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দুরন্ত, চাচা সেলিম ও তাদের সহযোগিরা। এতে সোহেল ও তার ভাই কনু, জাহাঙ্গীরকে কুপিয়ে জখম করে এবং সাথে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্নালঙ্কার লুট করে। পরে স্থানীয়রা আহতদের গুরতর অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত সাইফুল ইসলাম সোহেল ও সাইফুল ইসলাম কনুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।