কুমিল্লার চৌদ্দগ্রামে খোদেজা বেগম(৫৬) নামে এক নারীকে চুরিকাঘাতে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। হত্যাচেষ্টাকারী রং মিস্ত্রি মোঃ শাহীন(৪০) কে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার(১ জুলাই) ভোররাতে উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চুরিকাঘাতে রক্তাক্ত আহত নারী খোদেজা বেগম ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লাহর স্ত্রী এবং হামলাকারী শাহিন একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত ছুট্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রঙের কাজ করতো হামলাকারী শাহিন। খোদেজা বেগমের একমাত্র ছেলে সৌদী প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার স্বামীর বাড়ি তারাশাইলে থাকেন। ভুক্তভোগী মহিলা ব্যতীত অন্য কেউ ঘরে না থাকায় মঙ্গলবার ভোররাত ২—২:৩০ টায় শাহিন চুরি কিংবা অন্য উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। গভীররাতে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠাই। ভিকটিম তখনো ক্ষীন স্বরে হামলাকারীর নাম পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন(৪০), পিতা মৃত চুট্টুমিয়া, পেশা— রং মিস্ত্রী। তাকে তাৎক্ষণিক তার বসতঘর হতে আটক করা হয়েছে