এক বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন হবে।চীন অবশ্যই তা করবে।তাইওয়ানের সাথে পুনর্মিলন অবশ্যই হবে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করার ১১০ তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।
শি জিনপিং বলেন,আমি শান্তিপূর্ণ পুনর্মিলন চাই।এর জন্য দরকার একটি দেশ-দুটি ব্যবস্থা নীতির।যেমনটি চলছে হংকংয়ে।আমাদের মাতৃভূমির একত্রিকরণের সবচেয়ে বড় বাধা তাইওয়ানের স্থাধীনতা বিচ্ছিন্নতাবাদ।এটি আমাদের জাতীয় পুনরুজ্জীবনের জন্য মারাত্নক বিপজ্জনক।