পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলায় ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি। চান্দিনা উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
মনোনীত প্রার্থীরা হলেন— ১নং সুহিলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.ইমাম হোসেন সরকার,২নং বাতাঘাসী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.খোরশেদ আলম,৩নং মাধাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.মজিবুর রহমান,৫নং কেরণখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.হারুন-অর-রশীদ,৬নং বাড়েরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.খোরশেদ আলম,৭নং এতবারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ কে এম মামুনুর রশীদ আবু,৮নং বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.আবুল হাসেম,৯নং মাইজখার ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মো.জামাল উদ্দিন,১০নং গল্লাই ইউনিয়নে ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনি,১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন মাষ্টার,১২নং বরকরই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম মজুমদার শিপন, ১৩নং জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খাঁন।
এর মধ্যে নতুন মুখ হচ্ছেন ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনি ও ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খাঁন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।