কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি এস্কেভেটর(ভেকু), দুইটি ড্রেজার মেশিন ও ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে পৌরসভাধীন হারং ও মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাঁও এলাকায় ওই অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার।এসময় তাকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম ও আনসার সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার বলেন, অনেকদিন যাবত ঐ এলাকা এক শ্রেণির বালু ব্যবসায়ি অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিলের ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ২টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।