কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের সাথে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাসচালক তৌহিদুল ইসলাম (২৪) এবং অপরজন একই জেলার মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মাইক্রোবাস যাত্রী মো. ইব্রাহীম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়,ভোর আনুমানিক সাড়ে ৬টায় মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে একটি দাঁড়িয়ে থাকা লং ভেহিক্যালকে (লরি) চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পেছন থেকে থাক্কা দেয়। এসময় মাইক্রোসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও তিন যাত্রী। তাদেরকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লামুখী একটি মাইক্রোবাস মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তৌহিদ ও ইব্রাহীম মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।