1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চান্দিনার ১২ ইউপি নির্বাচনে ৬৮৭ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চান্দিনার ১২ ইউপি নির্বাচনে ৬৮৭ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আকিবুল ইসলাম হারেছ :
  • প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার পড়েছে

কুমিল্লার চান্দিনায় আগামী ৫ই জানুয়ারি-২০২১ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার এর উপস্থিতিতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তাগণ প্রার্থীদের মাঝে এ প্রতিক বরাদ্ধ ঘোষনা করেন।

এসময় উপজেলার ১২টি ইউনিয়নের ৭৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রতিক নৌকা পান ১২ জন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দলীয় প্রতিক হাতপাখা পান ৮ জন,স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৫৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে আনারস, ঘোড়া, ঢোল, টেলিফোন, মটরসাইকেল, অটোরিক্সা, চশমা ও টেবিল ফ্যান প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।

জানা গেছে, একইদিন উপজেলার ১২ টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ১১৮জন ও সাধারন সদস্য ৪৯৩ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো.আহসান হাবীব বলেন,নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD