কুমিল্লার চান্দিনায় আগামী ৫ই জানুয়ারি-২০২১ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার এর উপস্থিতিতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তাগণ প্রার্থীদের মাঝে এ প্রতিক বরাদ্ধ ঘোষনা করেন।
এসময় উপজেলার ১২টি ইউনিয়নের ৭৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রতিক নৌকা পান ১২ জন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দলীয় প্রতিক হাতপাখা পান ৮ জন,স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৫৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে আনারস, ঘোড়া, ঢোল, টেলিফোন, মটরসাইকেল, অটোরিক্সা, চশমা ও টেবিল ফ্যান প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।
জানা গেছে, একইদিন উপজেলার ১২ টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ১১৮জন ও সাধারন সদস্য ৪৯৩ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো.আহসান হাবীব বলেন,নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।