কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে গল্লাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী,উপজেলা কৃষক লীগ সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান,গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম দর্জি,কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া,জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন,বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে ডা.প্রাণ গোপাল দত্ত এমপি স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, এই শীতবস্ত্র সামগ্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি সমবেত সবাইকে বলেন, আপনারা সবাই জননেত্রীর জন্য দোয়া করবেন। বাংলাদেশেকে নিরাপদ রাখার জন্য তার আরও বহু বছর বেঁচে থাকা দরকার।
অনুষ্ঠানে ছাত্রনেতা নুরুদ্দিন মিয়াজি বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনি,আওয়ামী লীগ নেতা সার্জেন্ট ছাদেকুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।