চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুরর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর উপজেলার সহকারী মৎস কর্মকর্তা জামিল এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।