1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ১৫ টি বাল্কহেড জব্দ, আটক-৪৫
বাংলাদেশ । সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ১৫ টি বাল্কহেড জব্দ, আটক-৪৫

কবির হোসেন মিজি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৩ বার পড়েছে

গত কয়েকদিন ধরে সরকারি নির্দেশনা অনুযায়ী নদীপথে দুর্ঘটনা এড়াতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে চাঁদপুর নৌ পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বাল্কহেড ও ২ টি নৌকাসহ ৪৫ জনকে আটক করেছে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। অপরদিকে অনেক বাল্কহেড এই প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক নেই। যার ফলে বাল্কহেডগুলো রাতের বেলা যাত্রীবাহীসহ অন্যান্য নৌ যানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

নৌ পুলিশ সুপার আরো বলেন, রাতের বেলায় পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় আইন অমান্য করে বাল্কহেড চলছিল। তা প্রতিরোধ করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫টি বাল্কহেড ও ৩৩ জনকে আটক করা হয়। এছাড়াও অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করার অপরাধে ২টি নৌকা ও আরো ১২ জন জেলে আটক করা হয়। তিনি জানান, অভিযানে আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে। জনসম্মুখে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত আসামিরা এখন বিভিন্ন ফাঁড়িতে আছে।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD