চাঁদপুরের মতলবে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে গাড়ি চাপায় সালাউদ্দিন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ১২ আগস্ট সোমবার দুপুরে চাঁদপুর মতলব দক্ষিন উপজেলার মতলব ভাইপাস সড়কের পানির ট্যাংকি মোড় স্থানে এই দুঘর্টনা ঘটে। আহত শিক্ষার্থী ওই উপজেলার ঢাকির গাঁও গ্রামের ছলেমান প্রধানীয়ার ছেলে। এবং সে মতলব সরকারি কলেজের বিএমটি শাখার ২য় বর্ষের ছাত্র।
তার সহপাঠীরা জানান, সোমবার সকালে তারা কয়েকজন মিলে মতলব ভাইপাস সড়কের পানির ট্যাংকি মোড়ে যানযাহন নিয়ন্ত্রনে কাজ করছিলো। সে যখন সড়কের মাঝে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রন করছেন। এসময় সড়কের দুই পাশে সিএনজি স্কুটার এবং অটোরিক্সার মাঝখানে পড়ে সে দুই গাড়ির চাপায় তার বাম পায়ের হাঁড় ভেঙ্গে গুরুতর আহত হন। পরে তারা তাৎক্ষণিক তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাকে সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে অবস্থা গুরতর হওয়ায় কর্মরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।