1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছে চীন ও আমেরিকা
বাংলাদেশ । মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ।। ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছে চীন ও আমেরিকা

কালজয়ী ডেস্ক :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ বার পড়েছে
চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছে চীন ও আমেরিকা
চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছে চীন ও আমেরিকা

চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বিশ্বের দুই শক্তিধর নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।অনলাইনে ভার্চুয়ালি এই বৈঠক আয়োজিত হবে।স্থানীয় সময় গতকাল বুধবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এমসটি জানিয়েছে এনডিটিভি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান,ভার্চুয়াল বৈঠকের জন্য নীতিগতভাবে চুক্তি হয়েছে।ওই কর্মকর্তা বলেন,শি-কে দেখতে কতই না ভালো লাগবে।এই বৈঠকে তিনি কয়েক বছর ধরে করেননি।তিনি আরো জানান,রোমে অনুষ্ঠিত আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেবেন না শি।আর এ জন্যই ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে,মার্কিন স্থানীয় সময় বুধবার জুরিখে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচির মধ্যে ছয় ঘণ্টা বৈঠক হয়েছে।গত মঙ্গলবার তাইওয়ান নিয়ে চীনা প্রেসিডেন্টর সঙ্গে আলোচনা করার কথাটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন,আমি শি জিন পিংয়ের সঙ্গে তাইওয়ান নিয়ে কথা বলেছি।আমরা সম্মত হয়েছি তাইওয়ান চুক্তি মেনে চলব।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,আমি মনে করি,চীনের প্রেসিডেন্ট চুক্তির অন্যায় করবেন না।জানা যায়,তাইওয়ান সম্পর্ক চুক্তি বা তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুসারে,যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে।

আর তাইওয়ানে ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত হবে।চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানেকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে।কিন্ত তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে।চলমান উত্তেজনার জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে তাইওয়ান।অন্যদিকে,তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রেকে দায়ী করছে চীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD