চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দাফতরিক কার্যক্রমে আধুনিকায়নের জন্য চবির সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারককপি প্রেরণ করেছে।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২১) বেলা ১১ টার সময় ইউনিটি ফর হিউমেনিটি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রেরণ করেন।এসময় ভিসি মহোদয় দেশের বাহিরে থাকায় উনার ব্যক্তিগত সহকারী জনাব আলাউদ্দিন স্মারকলিপিটি গ্রহণ করে শিক্ষার্থীদেরকে একটি রিসিভ কপি প্রদান করেন।
এ নিয়ে সংগঠনটির সভপতি কাজী হাসিবুর রহমান তুর্জয় এর সাথে কথা বললে দৈনিক কালজয়ীকে তিনি বলেন,এই আধুনিক যুগে এসেও আমাদের সকল শিক্ষার্থীকে এখনও ডিপার্টমেন্ট থেকে হল,হল থেকে ব্যাংক,ব্যাংক থেকে আবার ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে তিন-চারদিনের একটি দুর্ভোগে পড়তে হচ্ছে।তার উপর করোনা সংক্রমণের ঝুঁকি তো আছেই।
তিনি আরো বলেন,আমরা যদি ঢাবি,জাবি,রাবি,সাস্ট,বুয়েট ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই,তাহলে দেখতে পাবো তাদের অধিকাংশ কার্যক্রমই অনলাইনে করা হচ্ছে।তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কেনো সেদিক দিয়ে পিছিয়ে থাকবে? শীঘ্রই যেনো আমাদের সাধারণ শিক্ষার্থীরা এ দুর্ভোগ থেকে মুক্তি পায়,তাই আমাদের এই স্মারকলিপি প্রেরণ।
স্মারকলিপি গ্রহণকালে জনাব আলাউদ্দিন বলেন,পরবর্তী সিন্ডিকেটে বিষয়টি নিয়ে আমরা প্রস্তাব পেশ করবো।আশা করা যায়,প্রস্তাবটি শীঘ্রই গৃহীত হবে।