চট্টগ্রাম আইনজীবী সমিতি কর্তৃক কোর্ট হিলের ( পরীর পাহাড় ) খাসজমিতে বহুতল ভবন নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ । মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধি শাখার উপসচিব মোঃ সাইফুল ইসলাম ভূঞা স্বাক্ষরিত এই চিঠি গত বুধবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে পৌঁছেছে । চট্টগ্রাম জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত চিঠি হস্তগতের সত্যতা নিশ্চিত করেছেন ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুশাসনের ভিত্তিতে চট্টগ্রামের কোর্ট হিল অর্থাৎ পরীর পাহাড়ে নতুন কোন ভ্রমণ নির্মাণ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ বরাবর চিঠি পাঠানো হয়েছে । চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে ” একুশে ভবন” নামক ওই অবৈধভাবে নির্মাণ কাজ বন্ধের জন্য এবং ইতিপূর্বে নির্মিত অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন গুলো অপসারণকল্পে দ্রুত ব্যবস্থা নিবে বন , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় , গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় ।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী আইনজীবী সমিতির উদ্যোগে ভোর থেকে ঐ খাস জমিতে আইন অমান্য করে ভবন নির্মাণের জন্য গাছ কাটা শুরু হয় । ভবন নির্মাণ বন্ধের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে ।