চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈরাগ ইউনিয়নে বন্য হাতির তান্ডবের শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তিটির আনুমানিক বয়স ৫০ বছর।সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলার মধ্যম গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্যা পাড়া এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাব বন্যহাতি গুলো দিনের বেলায় দেয়াঙ পাহাড়ে অবস্থান করে।রাতের বেলায় পাহাড় থেকে নেমে লোকালয়ে তান্ডব চালায়।বন্যহাতির তান্ডবে শিকারে মানুষসহ রক্ষা পাচ্ছে ঘরবাড়ি,ফসল জমিন।গতকাল রাতে বণ্যহাতির দল তান্ডব চালিয়ে মোঃ সেকেন্দার,আবদুর রশিদ এর বসত ঘর ভেঙে ফেলে এবং ওসমান গনির বেশ কিছু গাছ নষ্ট করে ফেলেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোলায়মান।মোঃ সোলায়মান বলেন,বণ্যহাতির আক্রমণে রাতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।ভোরে মোহাম্মদ উল্যা পাড়া পাশে ক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।হাতির পায়ের পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।বিষয়টি আমি থানাকে অবগত করেছি।পুলিশ এসে পর্যবেক্ষণ করছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্যা পাড়া রাস্তা পাশ থেকে বন্যহাতির আক্রমণের মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে।মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন বলে জানান।