দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৩ মে) ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন রাজলক্ষী হোটেলে এবং একই এলাকার ঢাকা হোটেলে অভিযান পরিচালনা করেন, দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুসফিকুর রহমান সহ আরও দুই কর্মকর্তা, ঘোড়াঘাট থানার এসআই তপন দাশ গুপ্ত ও এএসআই মিঠু।
অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা না থাকা সহ খাবারে আয়োডিন বিহীন লবন ব্যবহারের কারণে ঢাকা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মমতাজ আলীকে ৭ হাজার ও পুরাতন রাজলক্ষী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক কার্তিক চৌধুরীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তার সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তার অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সামনে রমজান মাসকে কেন্দ্র করে পুরো জেলায় আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। অভিযানে আরো একটি হোটেল মালিককে আমরা সর্তক করে দিয়েছি। যাদেরকে জরিমানা করা হয়েছে, তারা আগামী দিনে সর্তক না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।