গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, শফিউল আলম হিরু, স্বেচ্ছাবেকল লীগ নেতা নিলয় প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলার ১১৫ জন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের ২২ জনের মাঝে সাড়ে ১৪ কেজি ওজনের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।