গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির আইল নিয়ে বিরোধের জেরে হামলায় দুই মহিলা সহ ৫ ব্যক্তি আহত হয়েছে। উপজেলার তালুককানপুর ইউনিয়নের জামালপুর গ্রামে গত সোমবার এঘটনা ঘটে। এবিষয়ে জমির মালিক বুলু মিয়া বাদী হয়ে বুধবার মামলা করে।
মামলা সূত্রে জানা যায়, বুলু মিয়ার সাথে উপজেলার দেবপুর গ্রামের মুক্তার ও তার ভাইদের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। গত সোমবার বেলা ১০টার দিকে তারা তাদের বাড়ি সংলগ্ন বুলু মিয়ার জমির আইল সম্পূর্ণ কেটে ফেলে। আইল কাটা দেখে তিনি প্রতিবাদ করলে তারা বুলু মিয়ার ভাজিতা আব্দুর রহিম, সাহারুল ইসলাম, ভাই বাদশা মিয়া, ভাবী অমিছা বেগম ও ভাবী শহিদা বেগমকে বেধম মারপিট করে আহত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।