নির্বাচনি প্রচারের সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। তাকে লক্ষ্য করে মহুর্মুহু গুলি চালানো হয়। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন।
হামলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার দেশটির ক্রিসেন্ট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ট্র্যাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে হামলার বর্ণনা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
তিনি জানান, গুলিতে আমার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভর করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কি ঘটেছে।
ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভিনিয়ার সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।