গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে জুয়া খেলা চলাকালে আসর থেকে ৩জুয়ারুকে আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর গ্রামের পুকুর পাড়ে জুয়ার আসর থেকে কুন্দ খালাশপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে মিনাজুল (৩৪),শ্রীপুর গ্রামের মৃত বনছ আলীর ছেলে টিক্কা মিয়া(৪৫), জরিপুর গ্রামের দুলু মিয়ার ছেলে তৌহিদুল(২৭)কে জুয়ার সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার এস,আই জসিম উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এক অভিযান পরিচালোনা করে জুয়ার আসর থেকে তাদেরকে গেফতার করে।গোবিন্দগঞ্জ থানার এস,আই জসিম উদ্দিন জানান,গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর গ্রামের পুকুর পাড় থেকে জুয়ারীদের জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।