গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল ০৬ সেপ্টেম্বর ২১ রাত অনুমান ১০.৩৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, আরিফ এএসআই মুশফিক,মাসুদ ও সাইফুল-২ দের নেতৃত্বে ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভাস্হ বাঁধন পেট্রোল পাম্পের সন্নিকটে দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহনের বাসে অভিযান চালায়।
অভিযানে বাসযাত্রী আসামী ১) মাসুদ রানা(২০) পিতা মৃত হামিদুল সাং দল্লা নুনামাটি ২)নুর ইসলাম(২১)পিতা হাফিজার সাং দল্লা বানিয়াখাড়ি উভয় থানা চিরিরবন্দর ও আসামী ৩) সাকিব(২০) পিতা বাবলু মিয়া সাং বড়াইপুর থানা কোতোয়ালী সর্ব জেলা দিনাজপুরদের সাথে থাকা ৩ টি স্কুল ব্যাগ তল্লাশী করে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।উদ্ধারকৃত মোট ৯৪ বোতল ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৬৬/- হাজার টাকা।আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু হয়েছে।