গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ট্রাফিক জোনের থানা চার মাথায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা সটকে পড়ে।এই সূত্র ধরে দুই শিশু বাসের মধ্যে কান্নাকাটি শুরু করে।বিষয়টি ট্রাফিক পুলিশ সার্জেন্ট রুহুল কুদ্দুসের দৃষ্টিগোচর হলে তিনি বাচ্চা মেয়ে দুটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় রেখেছে।তদন্ত অফিসার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার নারী-শিশু হেল্প ডেস্ক অফিসার এএসআই লাবনী আক্তার বলেন,তাদের শিশুদের খোঁজখবর নেওয়া হচ্ছে।তাদের ঠিকানা অভিভাবকদের খোঁজে বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে।শিশু দুটির নাম ও ঠিকানাঃ ১, মোছাঃ সুমাইয়া আক্তার( ৯)পিতাঃ শহিদুল ইসলাম মাতা মোসাম্মৎ আখি গ্রামঃলালদীঘি জেলা রংপুর ২, মোছাঃ মায়া মনি আক্তার মিলা (১১) মাতাঃ মনোয়ারা বেগম পিতাঃ বাবলু মিয়া গ্রামঃ ছাকিয়া পাড়া উপজেলাঃ উলিপুর জেলাঃ কুড়িগ্রাম।