কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের পূজামন্ডপে মুর্তির কোলে মহাগ্রন্থ আল কোরআন রেখে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শহরের হাটখোলা মসজিদ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন প্রতিমন্তী মুরাদ কে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে,তারা প্রতিমন্ত্রী কে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন।এ সময়ের মধ্যে সে পদত্যাগ না করলে কঠিন কর্মসূচির ও হুমকি দেন তারা।এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার,জাতীয় ওলামা মাশায়েক আইম্মাহ পরিষদ,ভোলা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী,
ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভোলা আলীয়া মাদ্রারাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী,ভোলা জেলা ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তাজউদ্দিন ফারুকী জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম,ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্যাহ,জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন,ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আকতার হোসেন,জাতীয় শিক্ষক ফোরাম ভোলার সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান চৌধুরী,ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের দফতর সম্পাদক এইচ এম ইব্রাহিম।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়।