আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” প্রতিপাদ্যে সরকারি চাকরিতে বিভিন্ন কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের মত উত্তরের শিক্ষানগরী নীলফামারীর সৈয়দপুরেও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদের ধারাবাহিক কর্মসূচীতে উত্তাল হয়ে উঠেছে সৈয়দপুরের রাজপথ। প্রায় প্রতিদিনই কর্মসূচী পালন করছে তারা।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুলাই) তারা বিক্ষোভ মিছিল করেছে। বেলা ৩ টায় সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের শহীদ ডা. ‘জিকরুল হক সড়কে স্মৃতি অম্লান চত্বরে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় জামে মসজিদ থেকে জিআরপি পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত রাস্তা অবরোধ করে ২ ঘন্টা ধরে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
পরিস্থিতি সামাল দিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল পারভেজ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সড়ক থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাকে ধন্যবাদ জানিয়ে ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করে।