ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় এক সপ্তাহেরও অধিক সময় নিখোঁজ হওয়া মিজানুর রহমান মিঠু (৫০) বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । ৯ দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে না পেয়ে চিন্তায় ছিলেন মিঠুর বাড়ি লোকজন । বুধবার (১১ নভেম্বর) সকালে আনুমানিক সাড়ে ৮ ঘটিকার দিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক মিঠু উপজেলার যোগীপাড়া গ্রামেরই আজব আলী বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
শৈলকূপা থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (০১ নভেম্বর) মিঠু না বলা কোন কাজে বাড়ি থেকে পাশের জয়বাংলা বাজারে যাওয়া উদ্দেশ্যে বেরিয়ে পরেন। তিনি মধ্যরাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরদিন তার স্ত্রী ও ভাই শৈলকুপা থানায় সাধারন ডায়েরি করে জিডি মোতাবেক পুলিশ তদন্তে নামেন। আজ(বুধবার) সকালে নিহতের এক প্রতিবেশী মাঠে যাচ্ছিল। পার্শ্ববর্তী ধানক্ষেতে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে বস্তাবন্দি অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।