কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ।সোমবার (০৯ আগষ্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় জুলাই মাসে সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে রৌমারী থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহকে নির্বাচিত ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ।
সভা ও রৌমারী থানা সূত্রে জানা যায়,করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন,বাল্যবিবাহ রোধ,আইন শৃংঙ্খলা পরিস্থিতি জোরদার,মাদক উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করায় জেলার শ্রেষ্ঠ থানা রৌমারী ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান,শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি রৌমারী থানার প্রতিটি সদস্যের সহযোগিতায় অর্জিত। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই। মাদক, বাল্যবিবাহ, চুরি, ছিনতাইমুক্ত রৌমারী গড়তে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও জানান, রৌমারীর সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা তৎপর থেকে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবেন তিনি।