কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আলী হোসেন শেখের ছেলে রাকিবুল শেখ (৩২) ও মহন শেখের ছেলে হোসেন শেখ(২৯) নামের দুই বালু ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উভয়ের বাড়ী ভেড়ামারা থানার ফয়জুল্লাপুর গ্রামে।আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার) আফরোজ শাহীন খসরু এ সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়,আজ দুপুরে উপজেলার মরিচা ইউপির কোলদিয়াড় এলাকার পদ্মা নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।তখন রাকিবুল শেখ ও হোসেন শেখকে জরিমানা করা হয়।তারা দুই জন তাৎক্ষণিকভাবে ১লক্ষ পঞ্চাশ হাজার করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার) আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।