রাস্তা পাড়াপাড়ের সময় কুমিল্লা সদরের শাসনগাছা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের সুলতান (১০) নামে এক শিক্ষার্থী বেপরোয়া সিএনজির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৫টায় বুড়িচং শাসনগাছা সড়কের মাহাজন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান শাসনগাছা মৌলভীবাড়ির আব্দুর রউফ এর বড় ছেলে।
দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়কের এই স্থানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে আসছিলো। দুর্ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসার সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবীতে শাসনগাছা বুড়িচং সড়কটি অবরোধ করে রাখে। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘাতক সিএনজি চালক ব্রাহ্মণপাড়া ডগড়াপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে পরান (৪০) কে আটক করেছে স্থানীয়রা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, সড়কে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি তবে এবিষয়ে কোন মামলা করতে রাজি হয়নি নিহতের পরিবার ও স্বজনরা।