কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তারেক আজিম ভূইঁয়া রাজন। বিগত সময়ে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলেন রাজনীতির সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তারেক আজিম ভূইঁয়া রাজন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান,কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসন মামলা হামলা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক দীর্ঘদিন রাজপথে থাকা তারেক আজিম ভূইঁয়া রাজন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেখানে কোন প্রকার সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও সামাজিক অবক্ষয় থাকবেনা,যা নিয়ে কাজ করে যাবে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল।
তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদী সরকার যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে সেই অধিকার দ্রুত প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।