1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইরফানুল হক বাবুর বিশেষ সাক্ষাৎকার
বাংলাদেশ । বুধবার, ০২ এপ্রিল ২০২৫ ।। ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইরফানুল হক বাবুর বিশেষ সাক্ষাৎকার

মো: সেলিম
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৮১ বার পড়েছে

ইরফানুল হক বাবু বলেন, আমার জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির হাতেখড়ি ২০০৩ সালে। আমি সর্বপ্রথম কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হই, তখন কলেজ কমিটির দায়িত্বে ছিলেন আলমগীর হোসেন-নিজাম উদ্দীন কায়সার । পরবর্তীতে – নিজাম উদ্দীন কায়সার- ফারুক আহাম্মেদ ফারুক কমিটির সদস্য হই। তার পরবর্তীতে পূণরায় এনামুল হক সবুজকে আহবায়ক করে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হলে, সেই কমিটিতে আমাকে ৩নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয় এবং পরবর্তীতে রিয়াদ হোসেন খান সভাপতি-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হই। বর্তমানে আমি দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার দীর্ঘ ছাত্র-রাজনীতির পথ চলায় ২০০৩ থেকে ২০২৫ প্রায় ২২ বছর। ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকার যখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে যড়যন্ত্র করছিলেন তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আন্দোলন করি।

গত ১৭ বছরে আওয়ামী দূঃশাসন মামলা হামলা সহ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ছিলাম, পাশাপাশি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কেন্দ্রীয় ও কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর এর সকল রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তিনি বলেন আমার দীর্ঘ ২২ বছরের ছাত্ররাজনীতিতে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বলিষ্ঠতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, সকল দিক বিবেচনা করে আমি দলের কাছে একটি সম্মানজনক পদ প্রত্যাশী।

তিনি বলেন বিগত দিনে ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু হামলা-মামলার শিকার হয়েছিলাম। বিগত দিনে আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছর ফেব্রুয়ারি ১৩ তারিখে আমাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১মাস আমাকে কারাগারে আটক রাখা হয় শুধুমাত্র ছাত্রদলের রাজনীতি করার কারণে।

বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে যদি দল দায়িত্ব দেন, কুমিল্লা মহানগর ছাত্রদলকে একটি যুগোপযোগী ছাত্র সংগঠন তৈরি করার চেষ্টা করব। কারণ ২০২৪ এর জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায়ের ঘন্টা বাজিয়েছে মেধাবী ছাত্র সমাজ, সেজন্য মেধা নির্ভর সমাজ ব্যবস্থাই ছাত্রদলের মূল লক্ষ্য। যে সংগঠন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখবে।

আরেক প্রশ্নের জাবাবে তিনি বলেন, নেতৃত্ব যে কোনও জায়গা থেকে দেওয়া যায়, প্রত্যেকটা মানুষ তাঁর কর্মক্ষেত্র থেকেও দিতে পারেন, সমাজের যে কোন স্তর থেকে দিতে পারে, খেলার মাঠ থেকে দিতে পারেন। সমাজে যে কোনও স্তর থেকে যাতে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি বাংলাদেশী জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করতে পারেন, সেই রকম একটা বাংলাদেশকে তৈরি করার জন্যই ছাত্রদল তার আদর্শিক কর্মী তৈরি করবে। সেই চেষ্টাই আমরা করছি।

তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদী সরকার যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে সেই অধিকার দ্রুত প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেখানে কোন প্রকার সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও সামাজিক অবক্ষয় থাকবেনা,যা নিয়ে কাজ করে যাবে কুমিল্লা মহানগর ছাত্রদল।

পড়াশুনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইবনে তাইমিয়া স্কুল থেকে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, পরবর্তীতে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD