1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লা মহানগরীতে ১সৌদি প্রবাসী অভিনব রিয়্যাল প্রতারণার শিকার
বাংলাদেশ । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

কুমিল্লা মহানগরীতে ১সৌদি প্রবাসী অভিনব রিয়্যাল প্রতারণার শিকার

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার পড়েছে
কুমিল্লা মহানগরীতে ১সৌদি প্রবাসী অভিনব রিয়্যাল প্রতারণার শিকার
কুমিল্লা মহানগরীতে ১সৌদি প্রবাসী অভিনব রিয়্যাল প্রতারণার শিকার

কুমিল্লা মহানগরীর শাসনগাছায় হালিম নামে এক সৌদি প্রবাসী অভিনব প্রতারণার শিকার হয়েছে।এ ব্যাপারে প্রতারণার শিকার তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামের বাবর আলীর ছেলে মোঃ হালিম (৬০) বাদী হয়ে শুধু নাম ও প্রতারকের মোবাইল নাম্বার ব্যবহার করে গতকাল ২০ সেপ্টেম্বর কুমিল্লার কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়-মোঃ হালিম প্রবাসী জীবন শেষ করে বর্তমানে অবসর।তিনি গত ১৭/৯/২১ ইং সনে শুক্রবার সকালে টমসম ব্রীজস্থ পপুলার হসপিটালে আলট্রাসোনোগ্রাফি করার জন্য যান।কিন্তু হসপিটাল বন্ধ থাকায় মোঃ মোস্তফা (৫৫) যার মোবাইল নং-০১৯৩৯-২১৫৫৫০ তার সাথে এক অন্য অজ্ঞাতনামা (৫০) একজনের সাথে পরিচয় হয়।

তখন হালিম সৌদী প্রবাসী বিধায় সংঘবদ্ধ প্রতারকচক্ররা সুকৌশলে তাকে জানায় আমাদের কাজে সৌদি রিয়্যাল আছে আমরা তা ভাঙ্গাতে পারছি না।আপনি যদি আমাদের কাজ থেকে রিয়্যাল ক্রয় করেন তাহরে বেশ উপকার হবে।তাদের কথামতোহালিম ১০০ রিয়্যাল হাতে নিয়ে যাচাই করে দেখেন রিয়্যালে ভেজাল নেই।

তিনি তাদের কাছ থেকে ১৮০০ টাকায় ১০০ রিয়্যাল ক্রয় করেন।পরবর্তীতে হালিম তার এলাকায় ওই রিয়্যার ২০০০ টাকায় বিক্রি করে তার ২০০ টাকা লাভ হয়।ইতোমধ্যে ওই প্রতারক চক্র তাকে জানায় তাদের কাছে আরো রিয়্যাল আছে যদি নেন তাহলে আমাদের কাছে ১৮ হাাজার রিয়্যাল আছে।হালিম ভাবলো ১৮ হাজার রিয়্যাল কিনতে তাকে ৭ লক্ষ টাকা গুনতে হবে আবার লাভ ও খারাপ হবে না।তাই সে সরল বিশ্বাসে রাজী হয়ে যায়।

সেই মতে প্রতারক চক্ররা তাকে গতকাল ২০ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকার সময় মহানগরীর শাসন গাছায় আসতে বলেন।এসময় প্রতারকরা এসে তার সঙ্গীয় একজনের হাতে একটি গামছা মোড়ানো পুটলা হাতে দিয়ে বলে অন্যরা দেখে ফেললে অসুবিধা হবে।তাড়াতাড়ি টাকা দেন।তারা ৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তাদের এরূপ তাড়াতাড়ি স্থান ত্যাগ করার দৃশ্য হালিমের সন্দেহ হলে সে পুটলা খুলে দেখে সেখানে রিয়্যালের মতো সাইজ করে রাখা কাগজ কেটে তা পুড়িয়ে রেখেছে।

তাৎক্ষণিক শোর চিৎকার করলে পথচারীরা তা দেখেন ও শুনেন।প্রতারক মোস্তফার ওই ০১৯৩৯-২১৫৫৫০ নং ফোনে কল দিলে তা বদ্ধ পাওয়া যায়।যদি ও প্রতারক চক্রের কথোপথন ও ভিডিও ছবি সাথে থাকা ক্ষতিগ্রস্ত হালিমের মেয়ে লাকি আক্তার গোপনে ধারণ করে রাখে।তাই বিষয়টি সুরাহাকল্পে এবং প্রতারক চক্রটির মূল হোতাদের বের করার জন্য সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতার অনুরোধ জানিয়েছেন অভিনব প্রতারণার শিকার ক্ষতিগ্রস্ত মোঃ হালিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD