1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে কারাবন্দীদের কোভিড-১৯ এর টিকা কর্মসূচী উদ্বোধন
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে কারাবন্দীদের কোভিড-১৯ এর টিকা কর্মসূচী উদ্বোধন

নেকবর হোসেন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার পড়েছে

কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে কারাবন্দীদের কোভিড-১৯ এর টিকা কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের টিকা কাযক্রম উদ্ধোধন করেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর সাংসদ আকম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, সিনিয়র জেল সুপার শাহজান হোসেন, জেলার মোঃ আসাদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র জেল সুপার শাহজান হোসেন জানান, টিকার জন্য তিন হাজার কারাবন্দীদের তালিকা করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭৫০ জনকে টিকা দেওয়া হবে। তাছাড়া নতুন আগতদেরও টিকা দেওয়া হবে। পরবর্তীতে এ কার্যক্রম চলমান রাখা হবে। কারাগারে আসা-যাওয়া সকল কারাবন্ধীদের টিকার বিষয়টি নিশ্চিত করা হবে।

টিকা কাযক্রম উদ্ধোধনকালে সাংসদ বাহার বলেন, রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি জেলখানায় নির্যাতিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কারাগারগুলোকে আধুনিকায় করছেন। কারাগারের জীবনমান আরো সুন্দর করে গড়ে তুলতে বিভিন্ন যুগপোযোগি পদক্ষেপ গ্রহন করছেন। কুমিল্লা কারাগারের ছয়শ কোটি টাকার কাজ চলছে। কারাগার এখন নির্যাতনের স্থান নয়। এটি সংশোধনাগার। এখান থেকে পরিবর্তন হয়ে পরবর্তীতে সমাজের জন্য যেন কাজ করতে পারে সেজন্য কাজ করছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD