কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপি’র পরামর্শক্রমে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে ।
বুধবার (১১ আগষ্ট) দিনভর তিতাস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মশক নিধন স্প্রে করা হয়।কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, সদস্য কামাল পারভেজ, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, সজিব আহমেদ রূপক, জিয়ারকান্দি ইউনিয়নের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাহিন ভূইয়া, ভিটিকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক আবু মুছা জুয়েল, নুর নবী সরকার, সাতানী ইউনিয়ন যুবলীগ নেতা মোশাররফ শাহ, নাইম সরকার, সোহেল মুন্সি ও রুস্তম মোল্লা প্রমুখ।