কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন (২৩ ব্যাচ) এর কমিটির গঠন করা হয়েছে। এডভোকেট খন্দকার তানবীর আহমেদ সভাপতি ও আবু জিহাদ মোহাম্মদ রুহি—কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করেন, এডভোকেট মোহাম্মাদ ইউনূস ভূইয়া ( আহ্বায়ক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ), এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ( সদস্য সচিব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ), সুপারিশ করেন, এম এ মঈন ( সভাপতি, কুমিল্লা ইয়ং লইয়ার্স এসোসিয়েশন) ও এডভোকেট শাহ—জালাল ( সাধারণ সম্পাদক, কুমিল্লা ইয়ং লইয়ার্স এসোসিয়েশন)। সুপারিশক্রমে কমিটি অনুমোদন করেন জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ( প্রতিষ্ঠাতা, কুমিল্লা ইয়ং লইয়ার্স এসোসিয়েশন )। নিম্নে কমিটির তালিকা সভাপতি: এডভোকেট খন্দকার তানবীর আহমেদ ( আরিফ )। সহ—সভপতি: এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট ফয়জুল হাসান বাবু, এডভোকেট জাকির হোসেন নয়ন, এডভোকেট মো: আশরাফ হোসেন , এডভোকেট শারমিন খান, এডভোকেট গাজী মোহাম্মদ ইয়াছিন মিয়া, এডভোকেট আফরোজা আক্তার (রুবি) । সাধারণ সম্পাদক: এডভোকেট আবু জিহাদ মোহাম্মদ রুহি। যুগ্ম—সাধারণ সম্পাদক: এডভোকেট নুরুন্নবী আহমেদ, এডভোকেট কামরুন নাহার মিনু, এডভোকেট শাওন রহমান, সাংগঠনিক সম্পাদক: এডভোকেট আল হাদিস,এডভোকেট এমদাদ খান,এডভোকেট আল নোমায়ের সোহাগ,এডভোকেট আবুল বাসার ( আরজু ), এডভোকেট মেহেদী হাসান ( রুদ্র ), এডভোকেট মো: শিমুল হাসান,এডভোকেট সাবিহা সুলতানা। দপ্তর সম্পাদক: এডভোকেট রেদোয়ান আহমেদ, সহ—দপ্তর সম্পাদক: এডভোকেট প্রবীর চন্দ্র ঘোষ। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট রেবেকা সুলতানা চৌধুরী তমা, সহ—আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট ফারজানা ফেরদৌসী আইরিন। মানবাধিকার বিষয়ক সম্পাদক: এডভোকেট শারমিন আক্তার অপি,সহ—মানবাধিকার বিষয়ক সম্পাদক: এডভোকেট নচিবা মোহাম্মদ যুথী। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: এডভোকেট শ্রী সীমান্ত বিশ্বাস, সহ—প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: এডভোকেট মো: মহসিন। সেমিনার বিষয়ক সম্পাদক: এডভোকেট রফিকুল ইসলাম,সহ—সেমিনার বিষয়ক সম্পাদক: এডভোকেট জান্নাতুল ফেরদৌস যুথি। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: এডভোকেট মো: মোতালেব হোসেন মামুন, সহ—সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: এডভোকেট রেশমা আক্তার। সমাজ কল্যান বিষয়ক সম্পাদক: এডভোকেট মো: আরিফ ফরায়েজী, সহ— সমাজ কল্যান বিষয়ক সম্পাদক: এডভোকেট মো: নাইমুর রহমান। অর্থ বিষয়ক সম্পাদক: এডভোকেট রাসেল খন্দকার রানা, সহ— অর্থ বিষয়ক সম্পাদক: এডভোকেট মৃত্তুঞ্জয় অধিকারী। ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক: এডভোকেট মো: মুরাদ হোসেন, সহ—ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক: এডভোকেট সুমন দেবনাথ। সদস্য: এডভোকেট কানিজ ফাতেমা বৃষ্টি, এডভোকেট মেজবাহ উদ্দিন পাবেল , এডভোকেট আমির হোসেন, এডভোকেট শামীমা সুলতানা, এডভোকেট মাইমুনা আক্তার সীমা, এডভোকেট মো: আলী হোসেন, এডভোকেট আবদুল কাদের জিলানী, এডভোকেট উম্মে সালেহা, এডভোকেট আবুল হাসনাত খন্দকার, এডভোকেট মো: রিয়াজ উদ্দিন, এডভোকেট মো: ইকবাল হোসেন, এডভোকেট রোকসানা শিকদার পলি, এডভোকেট তানজিনা ইসলাম।