1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লায় ৯৩ বছর বয়সে বিয়ে করলেন প্রবীণ আইনজীবী
বাংলাদেশ । শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ৯৩ বছর বয়সে বিয়ে করলেন প্রবীণ আইনজীবী

নেকবর হোসেন:
  • প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৩৫৫ বার পড়েছে

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচ বারের নির্বাচিত সভাপতি, ভাষা সৈনিক অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন ৯৩ বয়সে বিয়ে করেছেন। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নানা আলোচনা ও সমালোচনা। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে নগরীর ছোটরা এলাকায় অ্যাডভোকেট মিতু আক্তারের বাসায় ধুমধাম করে ব্যতিক্রমী ধর্মীয় এ বিবাহ অনুষ্ঠিত হয়। বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসমাইল হোসেনকে হাজার হাজার নেটিজেন তার উজ্জল ভবিষ্যৎ ও সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

পরিবার সূত্র জানায়,৭ বছরে আগের তার স্ত্রী মৃত্যু পর তিনি আর বিবাহ করেননি। নিজ সিদ্ধান্তে এই বিবাহ করেন। মৃত্যুর আগে নিজের সেবার জন্য তিনি মূলত এ বিবাহ করেন বলে পবিবারের সদস্যরা জানান। তার পূর্বের সংসারে এক মেয়ে ও পাঁচ ছেলে রয়েছেন। বিয়ের কনে মিনারা খাতুন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। বিয়ের পিঁড়িতে বসে অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, শেষ বয়সে নিজের সেবার জন্য আমি বিবাহ করেছি। কিন্তু এবার এ বিয়েতে বেশ আনন্দ পাচ্ছি। সহকর্মীদের পরামর্শ নিয়ে আমি মিনারাকে বিবাহ করি। আমার বংশধররাও যাতে আমরা মতো দীর্ঘজীবী হয় এ জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD