কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ‘লেভেল ক্রসিং গেটের নিচ দিয়ে পার হতে গিয়ে’ ট্রেনের ধাক্কায় এক চা দোকানির মৃত্যু হয়েছে। কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকোশলী (পথ) লেয়াকত আলী মজুমদার জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার (বিশ্বরোড) লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ রনি (৩০) উপজেলা বিজয়পুর ইউনিয়নের সাওড়াতলি গ্রামের মো. আবুল খায়ের ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় রিভারভিউ ফিলিং স্টেশনে একটি চায়ের দোকান চালাতেন তিনি। লেয়াকত আলী বলেন, “মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি পদুয়ার বাজার এলাকা অতিক্রম করার সময় গেটম্যান লেভেল ক্রসিং গেট ফেলে দেন। এ সময় রনি গেটের নিচ দিয়ে বাইসাইকেল নিয়ে দ্রুত রেলপথ পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা জানান, রনি সকালে পদুয়ার বাজার থেকে বাইসাইকেলে করে দোকানের জন্য কলা নিয়ে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বলে তারা শুনেছেন।