কুমিল্লায় মাদক চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে আটর করা হয়েছে।এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নগদ টাকা ও ৬টি পাসপোর্ট জব্দ করা হয়।রবিবার দুপুরে র্যাবের কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটককৃতরা হচ্ছেন-জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ গ্রামের এমদাদুল হক (৪০),তার ভাই আবু কাউছার (২৬),বড়দৌল গ্রামের আব্দুল মতিন (৬২),ধনুয়াখোলা গ্রামের তৌহিদুল ইসলাম (২৮),জাকারিয়া (২৭) ও আলাউদ্দিন (২৭)।
র্যাব জানায়,গ্রেফতারকৃত এমদাদুল হক ও তার ভাই আবু কাউছারসহ তাদের আরও ৪ ভাই এবং এমদাদুল হকের শ্বশুর আটককৃত আবদুল মতিন সংঘবদ্ধ মাদক কারবারি।দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসায় তাদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।শনিবার রাতভর জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ৬ জনকে আটক করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও বলেন,গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট,বিদেশী মদ,গাঁজা,ফেনসিডিল,৬টি পাসপোর্ট এবং নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।এ বিষয়ে রবিবার দুপুরে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।