1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫ জন ভূয়া ডাক্তার গ্রেফতার
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫ জন ভূয়া ডাক্তার গ্রেফতার

নেকবর হোসেন:
  • প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ২২০ বার পড়েছে

কুমিল্লা নগরী ও আদর্শ সদর উপজেলায় শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব কুমিল্লা কর্তব্যরত অবস্থায় ৫ জন ভুয়া ডাক্তারতে তাদের কথিত চেম্বার থেকে গ্রেফতার করে। র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা নিশ্চিত করেছেন।

র‌্যাব কুমিল্লা জানায়,দীর্ঘদিন যাবৎ বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমিক সার্টিফিকেটধারী কোন রেজিষ্টার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করে আসছে কতিপয় ডাক্তার। এমন অভিযোগ পেয়ে শুক্রবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে কুমিল্লা নগরীর অমিত মেডিকেল হল ও আদর্শ সদর উপজেলার কালিরবাজারের হৃদয় ফার্মেসী থেকে ৫ জন ভুয়া ডাক্তারকে তাদের চেম্বার থেকে গ্রেফতার করে র‌্যাব ।

গ্রেফতারকৃত আসামীরা ভুয়া ডাক্তাররা হলো কুমিল্লা নগরীর দীগাম্বরী তলার মৃত চন্দ্র মোহন দেবনাথের ছেলে অযিত কুমার দেবনাথ (৬৩); সুজানগর এলাকার মমতাজ উদ্দিন আহমেদের ছেলে জসিম উদ্দিন আহমদ(৪২); চকবাজার এলাকার মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আমিনুল হাসান তারেক(২৫);কাপ্তান বাজারের মৃত এ.কে মফিজুল হকের ছেলে এ.কে.এম মোজাম্মেল হক(৪৩) এবং পূর্ব বাগিচাগাঁও এলাকার মৃত নিরাংশু দাসের ছেলে দেবাশীষ দাস(৪১)। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রাদান করে আসছে বলে স্বীকার করেছে র‌্যাবের কাছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD